-
বিজ্ঞান তুমি কার?
অনেক ভাইকেই দেখলাম ‘বিজ্ঞান’কে পশ্চিমের বংশগত বিষয় ভাবেন। প্রাচ্যের আমরা বিশেষ করে মুসলিমরা নাকি বংশগতভাবেই বিজ্ঞান থেকে পিছিয়ে আছি। ঠিক এই মনোভাবকেই ‘ওরিয়েন্টালিজম’ তৈরি করতে চেয়েছে। ইউরোপকে শ্রেষ্ঠ আর প্রাচ্যকে পশ্চাদপদ দেখানোর জন্য সব রকমের চেষ্টা তারা করেছে। এবং আমরা মেনেও নিয়েছি তাদের শ্রেষ্ঠত্ব। একে মানসিক দাসত্ব বলে। আরে ভাই কী বলেন? চোখ নাই নাকি?…