-
যুদ্ধ ও ইসলাম

‘যুদ্ধ’ শব্দটি শুনলেই যে ঋণাত্মক চিত্র আমাদের মনে ভেসে ওঠে, তার পিছনে ইতিহাসটা প্রিডোমিন্যান্টলি ইউরোপীয়।মানবেতিহাসের ভয়াবহতম যুদ্ধগুলো ইউরোপ-আমেরিকা করেছে— দুটো বিশ্বযুদ্ধ, শতবর্ষব্যাপী যুদ্ধ থেকে নিয়ে বিগত ৩০ বছর জুড়ে সন্ত্রাসবিরোধী অসম যুদ্ধ, স্নায়ুযুদ্ধ-কালীন আগ্রাসন (ভিয়েতনাম যুদ্ধ, রুশ আগ্রাসন ইত্যাদি)। স্রেফ প্রতিহিংসা, রাজ্যের লোভ, নারী, আন্তর্জাতিক প্রভাব প্রতিষ্ঠা এসবের জন্য। ইসলামের যুদ্ধের চিত্র ইউরোপের যুদ্ধের চিত্রের…